বাণিজ্যে বসতে লক্ষ্মী – ব্যক্তিগত একঝলক
ইদানীংকালে বিজ্ঞাপনের সঙ্গে যখন নারীরা চরিত্র হিসেবে জুড়ে যায় তখন মুখ ঢাকা তো দূরস্ত, মুখ লোকাবারও উপায় থাকে না। প্রাসঙ্গিকের বদলে আদিমতম উপায়ে নারীদেহকে আর্কষণীয় করে তোলার প্রবণতাই সেখানে বেশি পরিলক্ষিত হয়। তবে উল্টো পিঠে চোখ রাখলেই দেখা যাবে সেখানেও রয়েছে নিখাদ কল্পনা আর ঘটনার সংমিশ্রণে তৈরি হওয়া বেশ কিছু নিদর্শন। দিনের শেষে যেখানে কোথাও না কোথাও গিয়ে মিশে থাকে ভালো লাগা, স্মৃতিমেদুরতা, শৈশব। নারীত্ব সেখানে কেবলই পণ্যে পরিণত হয়নি। তাই দৃশ্যদূষণের কোনও সম্ভাবনা বা আশঙ্কাও থাকেনি।
by ময়ূরীকা মুখোপাধ্যায় | 17 October, 2021 | 455 | Tags : Women in Advertisements Parle-G Nirma Amul Girl Women and Childhood